Tuesday, December 17, 2013

৪টি ফ্রিসহ ১ ডজন Jokes Collection (১৮+ তো অবশ্যই)

১. Life is like a penis!
Simple, soft, straight, relaxed, and hanging freely. Then girls make it hard. :D:D




২.স্বামী গভীর রাতে বাসায় আসলো।
আস্তে করে বেডরুমের দরজা খুলে বিছানার দিকে তাকাতেই দেখতে পেল কম্বলের নিচ দিয়ে দুই জোড়া পা দেখা যাচ্ছে।X((
তার মাথায় মুহূর্তেই রক্ত চড়ে গেল।
পাশে থাকা একটি বেসবল ব্যাট দিয়ে ইচ্ছামত ১০-১৫ মিনিট পিটিয়ে ক্লান্ত
... হয়ে ডায়নিং রুমে গেল পানি পান করতে। গিয়ে দেখল তার স্ত্রী সেখানে খাবার নিয়ে বসে আছে!!!
তাকে দেখে স্ত্রী বললঃ “তোমার ভাই-ভাবী ঘন্টা দুই আগে এসেছেন। আমি আমাদের বেডরুমে উনাদের থাকতে দিয়েছি।
আশা করি তুমি ওঁদের স্বাগত জানিয়ে এসেছো!”



৩. এক ছাত্র পরিক্ষায় ফেল করে বললো,
আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞাস করবো;
যদি উত্তর না দিতে পারেন তাহলে আমাকে A গ্রেড দিতে হবে।

শিক্ষক: ঠিক আছে ।
ছাত্র: কোনটা বৈধ কিন্তু যুক্তিসংগত নয় ,
যুক্তিসংগত কিন্তু বৈধ নয় এবং না যুক্তিসংগত না বৈধ ?
শিক্ষক কোন উত্তর দিতে না পেরে ছাত্রকে A গ্রেড দিলো তারপর ছাত্র
এর উত্তর দিলো :
.
স্যার আপনার বয়স ৫৩ আর আপনার স্ত্রীর ২৩।
এটা বৈধ কিন্তু যুক্তিসংগত নয় ....
আপনার স্ত্রীর ২৫ বছর বয়সী একটা বয়ফ্রেন্ড
আছে এটা যুক্তিসংগত কিন্তু বৈধ নয় ....
আর এখন আপনি আপনার স্ত্রীর লাভার কে A গ্রেড দিলেন ...
এটা না বৈধ না যুক্তিসংগত ?X(



৪. ছেলে মন খারাপ করে বসে আছে ওই ছেলেটির বাবা বলছে তোমার কি হয়েছে আমাকে বন্ধু মনে করে শেয়ার করতে পারো আমার সাথে ।।


ছেলে বলছে : আরে কি কমু দোস্ত আজ আমারটার সাথে ঘুরতে বের হইছিলাম আর তোমারটা তা দেইখা ফেলছে, তাই খুব মারছে আমারে :((





৫. অপারেশন টেবিলে শুয়ে সে কাতর চোখে ডাক্তারকে বলল:ডাক্তার সাহেব একটা কথা ছিল।

ডাক্তার: কি কথা বুঝতে পেরেছি আর বলতে হবে না,সেলাইয়ের সময় যেন ব্যাথা না দেই এই তো?

লোকটি: না না, তা নয় ডাক্তার সাহেব,সেলাই তো করবেন ই লগে আমার শার্টের হাতার বোতামটাও একটু সেলাইয়া দিয়েন, ছুইটা গেছে।



৬. ২০১০ শিক্ষাবর্ষের নবম-দশম শ্রেণীর বইয়ের শেষ পৃষ্টায় লেখা আছে
- 'দেশকে ভালোবাসো, দেশের মঙ্গলের জন্য কাজ কর
- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।'

-এবং তার ঠিক নিচেই লেখা আছে।'
.
.
- 'বুদ্ধিহীনের কাছ থেকে পরামর্শ না নেওয়াই ভাল।'




৭. এক বাচ্চা ছেলে এক কলগার্লকে প্রশ্ন করলোঃ
“আপনার এত টাকা,গাড়ী আছে,আপনি কি ব্যাবসা করেন?”
কলগার্ল কিছুক্ষন ভেবে বলল, আমার HOLE SALE এর ব্যাবসা আছে!!



৮. এক তরুণী চাকরিজীবী, রোজ অফিসে বেশ দেরি করে আসেন। অফিসের বস, এই ঘটনা জেনে অনেক বার ওই তরুণীকে শাসিয়েছেন। অথচ আজও সে দুই ঘণ্টা দেরি করে অফিসে এসেছে!
বস : আচ্ছা, আজও দেরি হল কেন?
তরুণী : কি করব স্যার, রাস্তায় এক বখাটে ছেলে পিছু নিয়েছিল!
বস : বলে কী! তাহলে তো দ্রুত হেঁটে আরও এক ঘণ্টা আগে অফিসে পৌঁছানোর কথা, দেরি হল কেন?
তরুণী : আর বলবেন না, ছেলেটা এত আস্তে হাঁটে!




৯. একদিন এক ধনী পিতা তার ৮ বছরের সন্তান কে নিয়ে ঘুরতে বের হলেন।
বাবা চেয়েছিলেন তার ছেলেকে বোঝাতে যে একজন মানুষ কি পরিমান দরিদ্র হতে পারে।
তারা একটি গরিব পরিবারের Farm এ সময় কাটালেন। Farm থেকে বাড়ি ফিরার সময় বাবা ছেলে কে বললেন, "দেখলে তারা কত গরিব... তাদের কাছ থেকে কি শিখলে??

ছেলে জবাব দিলঃ
* "আমাদের ১ টি কুকুর... তাদের ৪ টি"
* "আমাদের ১ টি ছোট Swimming Pool আছে ... তাদের বিশাল নদী"।
* "আমাদের রাতে বিভিন্ন ধরনের বাতি আলো দেয় ... তাদের রাতে আলো দেয়ার জন্য আছে অসংখ্য তারা।"
* "আমরা খাবার কিনি... তারা খাবার বানায়"।
* "আমাদেরকে Protect করার জন্য আছে ঘরের দেয়াল ... তাদের Protect করার জন্য আছে তাদের অসংখ্য বন্ধু ও প্রতিবেশী"।
* আমাদের আছে বিভিন্ন Famous লেখকের বই... তাদের আছে Quran ,Bible, Gita ..."।

" ধন্যবাদ Dad, আমরা যে খুবই দরিদ্র তা আমাকে দেখানোর জন্য।"

MORAL LESSON: It's not about money that make us rich, it's about simplicity of having God in our lives.



১০. ছেলেঃ আন্টি আপনার মেয়ে এত সিলিম কেন।
আন্টিঃ ও সালাদ পছন্দ করে তো তাই,
ছেলেঃ হে আন্টি আমিও বুঝতে পেরেছি।
এ জন্যই তার বালিশের নিচে শসা, কলা, মূলা, গাজর পাওয়া যায়।




১১. চান্দু গেছে এক কোল্ড ড্রিঙ্কস এর দোকানে সেখানে গিয়ে বলছে
“একটা পেপসি এর বোতল খুলো ভাই!!
দোকানদার খুলল
..
আবার বলল “একটা 7-Up ও খোল”
দোকানদার খুলল
আবার বলল “ একটা স্প্রাইট এরবোতল খুলো”
দোকানদার খুলল
আবার বলল “ একটা মাউন্টেন ডিউ এর বোতল খুলো”
দোকানদার এখন রাগ হয়ে গেলো আর বলল “ আরে তুই খাবি কোনটা?? “
চান্দুঃভাইজান খামুনা!! আমারএই বোতলের ঢাকনা খুলার ঠুস ঠুস আওয়াজ শুনতে খুব মজা লাগে




১২. বাবাঃ যদি ফেল করিস তবে আমাকে তুই আর বাবা বলে ডাকবি না ! বলে দিলাম
রেজাল্ট বের হওয়ার পর>>


>
বাবাঃ কি রে তোর পরীক্ষার ফল কেমন হলো?? কিছু তো বললি না !
ছেলেঃ আমি দুঃখিত, রফিক সাহেব!


১৩. বাবাঃ কি রে তর পরীক্ষা কেমন হলো?
ছেলেঃ ৪ নং প্রশ্নটা ভুল হয়েছে বাবা!
বাবাঃ বাকি গুলো ঠিক মত লিখেছিস তো?
.
.
.
ছেলেঃ ১ নং উত্তরটা হঠাৎ ভুলে গেলাম! ২নং টা পল্টু দেখাবে বলেছিল!! পরীক্ষা হলে নাকি ও ভুলে গেছে! ৩নং মনেহয় সিলেবাস এর বাইরে থেকে ছিল! আর ৫ নং প্রশ্ন পত্রের উল্টা দিকে ছিল!! দেখিই নাই...




১৪. চল্লিশ বছর বয়সের এক জুটি সংসদ ভবনের সামনে বসে, হাতে হাত রেখে গল্প করছিল।

এক পুলিশ ব্যাপারটা দেখে কৌতূহলী হল।

পুলিশঃ আমি আপনাদের নিষেধ করছি না; শুধু জানতে ইচ্ছা হল, আপনারা কারা?
...
পুরুষটিঃ আমরা স্বামী-স্ত্রী।

পুলিশঃ (কিছুটা রেগে) স্বামী-স্ত্রীতো এখানে কেন? বাসায়ইতো…

পুরুষঃ না মানে, আমি একজনের স্বামী আর ও অন্যজনের স্ত্রী।




১৫. আবুলের স্ত্রী: ওগো, শুনছ? তোমার না আজ চোখের ডাক্তারের কাছে যাওয়ার কথা, গিয়েছিলে?
আবুল: গিয়েছিলাম তো।
আবুলের স্ত্রী: ডাক্তার কী বলল?
আবুল: দূর দূর! ডাক্তারের নিজের চোখ আমার চেয়ে খারাপ!
আবুলের স্ত্রী: কেন?
আবুল: দিনের বেলায়ও ব্যাটা টর্চ জ্বালিয়ে আমার চোখ দেখছিল!




১৬. ছোট্ট এক বাচ্চা স্কুলে যাচ্ছে। পথিমধ্যে এক পরিচিত বয়স্ক লোকের সঙ্গে তার দেখা।তিনি রসিকতা করে ছেলেটিকে উদ্দেশ করে বললেন, বাবু তোমার পোস্ট অফিস তো খোলা। ছেলেটিও কম যায় না। ঝটপট উত্তর দিল, সেকি আঙ্কেল! আপনি তো দেখি ব্যাক ডেটেড। এই ইন্টারনেটের যুগেও আপনি পোস্ট অফিসের দিকে তাকিয়ে আছেন়।

0 comments:

Post a Comment