Bangla Jokes: Khob Mojar Bangla Golpo
এক বয়স্ক স্বামী স্ত্রী তাদের
বিজ্ঞানী মেয়ের কাছ
থেকে একটা চিঠি পেল, যে বাইরে কাজ করে
“প্রিয় বাবা-মা,
আমি তোমাদের অনেক মিস করছি।
আমি একটা প্রোজেক্টে কাজ করছি যেটার কাজ
শেষ হতে অনেকদিন লাগবে। কিন্তু
আমি তোমাদের বয়স্ক দেখতে চাই না।
আমি তোমাদের ওরকমই দেখতে চাই, যেরকম
আমি দেখে গিয়েছি। আমি তোমাদের
একটা ওষুধ পাঠালাম যেটা আমি বানিয়েছি।
এটা খেলে তোমাদের বয়স কমে যাবে।
তোমরা দুইজন এটা এক ফোঁটা করে খেও।
যাতে বয়স কমে যায়। আর
আমি ফিরে এসে তোমাদের ওরকমই
দেখতে পারি, যেরকম আমি দেখে গিয়েছি।
তোমাদের অনেক ভালবাসি।
ইতি তোমাদের মেয়ে
চিঠির সাথে একটা ছোট বোতল।
স্বামী তখন স্ত্রীকে বলল তুমি আগে খাও।
স্ত্রী খেল ওষুধ এক ফোঁটা, তার বয়স৫ বছর
কমে গেল। এরপর স্বামী খেল এক ফোঁটা। সেও
কমবয়স্ক হয়ে গেলো।
যাই হোক এক বছর পর তাদের
মেয়ে ফিরে এল। সে এসে দেখল তার
বাবা যুবক আর হ্যান্ডসাম হয়ে গিয়েছে, আর
তার কোলে একটা বাচ্চা।
মেয়েতো মহাখুশি। সে ভাবল তার বাবা মার
বয়স কমে গিয়ে আরেকটা বাচ্চা নিয়েছে।
বাবা মেয়েকে দেখে খুশি হয়ে বলল “তোমার
ওষুধ অনেক কাজ করেছে”
মেয়ে জিজ্ঞেস করল তার মা কোথায়??
বাবা বলল “তোমারমা আমাকে কমবয়স্ক
দেখেআরও ঈর্ষান্বিত হয়ে পড়েছিল। সে আরও
চাইত তার বয়স আরও কমে যাক। তাই
সে পুরো বোতল ওষুধ খেয়ে ফেলে।
যাতে আমি আর খেতে না পারি আর তার বয়সও
আরও কমে যায়
আর এখন সে আমার কোলে ।
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.