10:31 PM
0
Bangla Funny Jokes - Bangla Kowtuk Collection
একদিন এক কৃষকের বাড়িতে হানা দিলেন
এক
গোয়েন্দা। সহজ-সরল কৃষককে ধমক
দিয়ে গোয়েন্দা বললেন, ‘সরে দাঁড়াও, আজ
তোমার
বাড়িতে তল্লাশি করব!’ কৃষক বললেন,
‘তল্লাশি করতে চান, করুন স্যার। কিন্তু
দয়া করে বাড়ির উত্তর দিকের
মাঠটাতে যাবেন
না।’ গোয়েন্দা কৃষকের নাকের ডগায়
পরিচয়পত্রটা ঝুলিয়ে বললেন, ‘এটা চেনো?
এখানে আমার নাম লেখা আছে—
গোয়েন্দা ছক্কু
মিঞা! এটা দেখলে যে কেউ ভয়ে কুঁকড়ে যায়!
আর
তুমি কিনা আমার কাজে বাধা দিতে চাও?’
ঝাড়ি খেয়ে আর কিছু বললেন না কৃষক।
কিছুক্ষণ পরই দেখা গেল, উত্তর দিকের
মাঠ
থেকে গোয়েন্দা ছক্কু মিঞার চিৎকার
শোনা যাচ্ছে,
‘বাঁচাও! আমাকে বাঁচাও!’ কৃষক
ছুটে গিয়ে দেখলেন,
একটা ষাঁড় ছক্কু মিঞাকে তাড়া করছে। দূর
থেকে কৃষক বললেন,,,
‘স্যার, ওকে আপনার
পরিচয়পত্রটা দেখান!

0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.